রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন— উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনারুল, পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।
এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন জানিয়ে আহমাদ ওয়াদুদ নামে এক সাংবাদিক রাত সাড়ে ৩টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে পুরো ঘটনা তুলে ধরেন। তার ভাষ্যে, তিনি তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ছিনতাইয়ের ঘটনা জানালেও সহযোগিতা পাননি।
এমএমআই/আরবি