ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

মাইলস্টোনে ঢুকতে পারছে উৎসুক জনতা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, জুলাই ২৫, ২০২৫
মাইলস্টোনে ঢুকতে পারছে উৎসুক জনতা বিধ্বস্ত হওয়ার স্থান দেখছে উৎসুক জনতা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পঞ্চম দিনের শুধুমাত্র উৎসুক জনতাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গণমাধ্যমকর্মীদের।

 

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টার পর থেকে কলেজ গেটের সামনে এমন চিত্র দেখা যায়। এক পর্যায়ে জনতার বেশে কলেজে প্রবেশ করেন বাংলানিউজের এই প্রতিবেদক।  

সরেজমিনে দেখা যায়, উৎসুক জনতা বিমান বিধ্বস্তের স্থানে গিয়ে ছবি তুলছে। তাদের ভিডিও করতেও দেখা গেছে। কলেজের প্রধান ফটকের সামনে গণমাধ্যমকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।  

পাশের এলাকা থেকে বিমান বিধ্বস্ত হওয়ার স্থান দেখতে এসেছেন রাজমিস্ত্রি মো. রুহুল আমিন। সঙ্গে নিয়ে এসেছেন পরিবারকে। তিনি বলেন, দেখতে এলাম কোথায় বিমান বিধ্বস্ত হয়েছে। তেমন কিছুই দেখতে পারলাম না। সব সরিয়ে ফেলেছে, শুধু পোড়া দাগ দেখতে পাচ্ছি।  

মাইলস্টোন স্কুলের অফিস সহকারী মো. সিয়াম বলেন, আজ শুধুমাত্র সাধারণ লোকজনকে প্রবেশ করতে অনুমতি দিয়েচে কলেজ কর্তৃপক্ষ। কোনো গণমাধ্যমকর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জুমার নামাজের সময়ে আর প্রবেশ দেওয়া হবে না, নামাজের পরে কর্তৃপক্ষ অনুমতি দিলে আবার প্রবেশ করতে দেওয়া হবে সাধারণ লোকজনকে।  

গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই সেটি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৬৪ জন।

এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।