ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

হেলমেটের ভেতরে ৫ হাজার পিস ইয়াবা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, ফেব্রুয়ারি ৫, ২০২২
হেলমেটের ভেতরে ৫ হাজার পিস ইয়াবা! ...

ঢাকা: হেলমেটের ভেতরে অভিনব কায়দায় পাচারকালে ৫ হাজার ১২৮ পিস ইয়াবাসহ মনির (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, হেলমেটের ভেতরে অভিনব কায়দায় পাচারকালে ৫ হাজার ১২৮ পিস ইয়াবাসহ মনির নামে একজনকে আটক করা হয়েছে।

জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

আটক মনির একজন পেশাদার মাদক বিক্রেতা। সে বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
পিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।