ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বাকেরগঞ্জে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৭, ফেব্রুয়ারি ৪, ২০২২
বাকেরগঞ্জে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, আহত ৩

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাহিন্দ্রার তিন যাত্রী।

 

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কের এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তির নাম রনি। তিনি মাহিন্দ্রা চালক। বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ গ্রামে তার বাড়ি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বাংলানিউজকে জানান, বাকেরগঞ্জ বাসস্টান্ড থেকে উত্তর দিকে মল্লিক মার্কেট সংলগ্ন পটুয়াখালী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের সঙ্গে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালক রনি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মাহিন্দ্রার তিন যাত্রী। আহতদের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।