ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

মোল্লাহাটে বাসের চাপায় গরু ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, ফেব্রুয়ারি ৩, ২০২২
মোল্লাহাটে বাসের চাপায় গরু ব্যবসায়ীর মৃত্যু প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাসের চাপায় বিরাজ মোল্লা (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার দেড়বোয়ালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

বিরাজ মোল্লাহাট উপজেলার নগরকান্দি গ্রামের মো. লুতফার মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মোল্লাহাট উপজেলা সদরে যাচ্ছিলেন বিরাজ। পথিমধ্যে দেড়বোয়ালিয়া নামক স্থানে আসলে মাওয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস সেন্টমার্টিন পরিবহন বিরাজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি। সেই সঙ্গে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।