ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

কৃষি জমির মাটি ইটভাটায়, ৯ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, ফেব্রুয়ারি ২, ২০২২
কৃষি জমির মাটি ইটভাটায়, ৯ লাখ টাকা জরিমানা কৃষি জমির মাটি ইটভাটায়, ৯ লাখ টাকা জরিমানা।

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ইটভাটায় মাটির ব্যবহারের জন্য অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৫ ব্যক্তিতে ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাটি কাটায় ব্যবহৃত ৪টি ভেকু জব্দ করা হয়েছে।

বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ধামরাই উপজেলার সুতিপাড়া, বেলিস্বর, জলশা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।

তিনি জানান, ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে ইটভাটায় ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে। আগামীতে কৃষি জমি রক্ষায় ধামরাই উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরাও ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।