ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

কামরাঙ্গীচরে স্কুলের পাশে নবজাতকের ক্ষত-বিক্ষত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, ফেব্রুয়ারি ২, ২০২২
কামরাঙ্গীচরে স্কুলের পাশে নবজাতকের ক্ষত-বিক্ষত  মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচর মাদবর বাজার জিন হুজুরের গলি এলাকা থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে ওই এলাকার ফেয়ার স্কুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) সায়েদুল ইসলাম বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। নবজাতকের বাম হাত ছিল না, বাম পায়ের হাটুর ওপরে ভাঙা ছিল। এবং পেটের বাম পাশের মাংস ছেড়া ছিল।

ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি মৃত অবস্থায় নবজাতকটি ঘটনাস্থলে ফেলে গেছে। পরে কোনো পশু মরদেহটির কিছু অংশ খেয়ে ফেলেছে। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।