ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

চকরিয়ায় বাসচাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, জানুয়ারি ২৭, ২০২২
চকরিয়ায় বাসচাপায় শিশুর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় মো. মাহিয়ান শাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং লাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিয়ান হারবাং ইউনিয়নের আলীপুর এলাকার মো. মহিউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসচাপায় এক শিশু ঘটনাস্থলে প্রাণ হারায়।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, মাহিয়ানের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এসবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।