ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পিকআপ ভ্যান, নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, জানুয়ারি ২৭, ২০২২
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পিকআপ ভ্যান, নিহত ১

সিলেট: সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান ডোবায় পড়ে রুবেল মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে সিলেট সদর উপজেলার তেমুখী-বাদাঘাট সড়কের মইয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন কামারটিলার মৃত কালা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, নগরের আম্বরখানা থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ ভ্যান বাদাঘাটের দিকে যাচ্ছিলো। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে রুবেলসহ অন্তত চার জন শ্রমিক আহত হন।

গুরুতর অবস্থায় রুবেলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।