ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

শ্যামনগরে হরিণের মাংসসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, জানুয়ারি ২৭, ২০২২
শ্যামনগরে হরিণের মাংসসহ আটক ২

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে সাত কেজি হরিণের মাংসসহ দুই হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কৈখালীর একটি টিম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সুন্দরবন বাজার এলাকায় অভিযান চালায়। এতে বড় ভেটখালী গ্রামের মৃত বিনয় মন্ডলের ছেলে রবীন্দ্র (৩৫) ও হরিনগর গ্রামের মৃত আফতাব সানার ছেলে মো. মাজেদ সানাকে (৪৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেলসহ জব্দ করা হয়।

আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মীরগাং ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।