ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

সস্ত্রীক করোনায় আক্রান্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, জানুয়ারি ২৭, ২০২২
সস্ত্রীক করোনায় আক্রান্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

ঢাকা: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসকের পরামর্শে নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে এই খবরটি নিশ্চিত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান।

তিনি বলেন, প্রতিমন্ত্রী ও তার স্ত্রী ড. সোহেলা আক্তার কভিড-১৯ আক্রান্ত হয়েছেন। দুজনেরই মৃদু উপসর্গ রয়েছে। বর্তমানে তারা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭,  ২০২২ 
এইচএমএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।