ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

শিবচরে ২ মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, জানুয়ারি ২৭, ২০২২
শিবচরে ২ মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হাইওয়ের সংযোগ সড়কে দু’টি মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে সিকান্দার মুন্সী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাবাজার ঘাট সংলগ্ন পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের সংযোগ সড়কের ৪ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিকান্দারের বাড়ি মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি এলাকায়।  

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সিকান্দার মাহিন্দ্রায় করে বাংলাবাজার ঘাট থেকে পাঁচ্চর যাচ্ছিলেন। এসময় ওই মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিকান্দার নিহত হন। এসময় আহত হন আরও দুই যাত্রী। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মাইদুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।