ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

প্রশাসনিক কর্মকর্তার কাজ সুনির্দিষ্ট করলো সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, জানুয়ারি ২৫, ২০২২
প্রশাসনিক কর্মকর্তার কাজ সুনির্দিষ্ট করলো সরকার

ঢাকা: উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের দৈনন্দিন কাজ সুনির্দিষ্ট করে দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (২৪ জানুয়ারি) প্রশাসনিক কর্মকর্তাদের কাজ সুনির্দিষ্ট করে ইউএনওদের কাছে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের দৈনন্দিন কাজের (চার্টার অব ডিউটিজ) বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হলো—‘আদালত সংক্রান্ত (সার্টিফিকেট মোকদ্দমা, মোবাইল কোর্ট) ও গোপনীয় বিষয় ব্যতীত অন্যান্য সব বিষয়াদি প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কাছে উপস্থাপিত হবে’।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে চিঠিতে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।