ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

দুর্নীতি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, জানুয়ারি ২৫, ২০২২
দুর্নীতি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুর্নীতির মামলায় পাথরডুবি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সোমবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান মিঠুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, দুদকের দায়ের করা মামলায় পাথরডুবী ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেফতারের পর মঙ্গলবার (২৫ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।