ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ফুলবাড়ীতে ৯ জুয়াড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, জানুয়ারি ২৪, ২০২২
ফুলবাড়ীতে ৯ জুয়াড়ি আটক আটক ৯ জুয়াড়ি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বেড়াকুটি গ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও বাজি ধরার নগদ ৫০ হাজার ৩০০ টাকাসহ নয়জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

এরআগে রোববার (২৩ জানুয়ারি) দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক জুয়াড়িরা হলেন- সিরাজুল হক, আহাম্মদ আলী, আমিনুল ইসলাম, শরীফ উদ্দিন, মোজাহার আলী, শাহ আলম, আব্দুর রশিদ, আব্দুল কাদের ও হাফেজ আলী।  

পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামের আবু বক্করের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির ঘরের ভেতর তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে দুই সেট তাস ও নগদ ৫০ হাজার ৩০০ টাকাসহ নয় জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।  

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে সোমবার তাদের কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এফইএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।