ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

মোমেন-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, জানুয়ারি ৬, ২০২২
মোমেন-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তারা শুভেচ্ছা বিনিময় করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর টুইটারে জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় হয়েছে। ২০২১ সাল ছিল আমাদের গভীর সংহতি ও বন্ধুত্বের একটি প্রদর্শনী। ২০২২ সালে আমাদের সেই ভিত্তিকে আরও এগিয়ে নিতে সম্মত হয়েছি। নিউজিল্যান্ডে ক্রিকেট ম্যাচে জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।

জয়শঙ্কর আরও জানান, দুই দেশের যৌথ পরমর্শ সভায় যোগদানের জন্য ড. মোমেনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।