ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকায় কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকোলস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, ডিসেম্বর ২৪, ২০২১
ঢাকায় কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকোলস

ঢাকা: ঢাকায় কানাডার নতুন হাইকমিশনার হিসেবে যোগ দিচ্ছেন লিলি নিকোলস। শুক্রবার (২৪ ডিসেম্বর) কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার নাম ঘোষণা করা হয়েছে।

লিলি নিকোলস কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উন্নয়ন গবেষণা ও শিক্ষা) হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি এর আগে পানামায় কানাডার হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।

ঢাকায় কানাডার হাইকমিশনার হিসেবে নিযুক্ত রয়েছেন বেনোয়া প্রিফন্টেইন। লিলি নিকোলস তার পদে স্থলাভিষিক্ত হবেন। আর বেনোয়া প্রিফন্টেইন ভারতের বেঙ্গালুরুর কানাডার মিশনে কনসাল জেনারেল হিসেবে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।