ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৭, নভেম্বর ২৫, ২০২১
১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান অভিযানে দুদকের কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

ঢাকা:  খাদ্য অধিদপ্তরের কর্তৃপক্ষের বিরুদ্ধে টেন্ডার সিডিউল মোতাবেক চালের বস্তা ক্রয় না করে নিম্নমানের বস্তা এবং প্রতি বস্তায় অধিক পরিমাণ খাদ্য শস্য লোড করে প্রায় ১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, খাদ্য অধিদপ্তরের কর্তৃপক্ষের বিরুদ্ধে টেন্ডার সিডিউল মোতাবেক চালের বস্তা ক্রয় না করে নিম্নমানের বস্তা এবং প্রতি বস্তায় অধিক পরিমাণ খাদ্য শস্য লোড করে প্রায় ১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক কমিশন, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বায়েজিদুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।  

দুদক টিম সরেজমিনে তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় খাদ্য গুদাম এবং খাদ্য ভবন পরিদর্শন করে।  

টিম অভিযোগ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। এ সময় কেন্দ্রীয় খাদ্য গুদামে রক্ষিত বস্তার মাপ ও ওজন করা হয় এবং এ সংক্রান্ত টেন্ডার ডকুমেন্টসহ অন্যান্য নথিপত্র সংগ্রহ করা হয়। প্রাপ্ত নথিপত্র ও তথ্য প্রমাণ যাচাই-বাছাই করে মাঠপর্যায়ে বিভিন্ন সাইলো ও গুদামে অনুসন্ধানের সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

এছাড়া দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৪টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে পত্র পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।