ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

প্রকাশ্যে দোকানে ঢুকে জুয়েলারি ব্যবসায়ীকে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৯, নভেম্বর ২৫, ২০২১
প্রকাশ্যে দোকানে ঢুকে জুয়েলারি ব্যবসায়ীকে ছুরিকাঘাত প্রতীকী ছবি

যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলায় দিনদুপুরে দোকানে ঢুকে মৃত্যুঞ্জয় সিংহ (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
 
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে ঝিকরগাছার কৃষ্ণনগর বাজারে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মৃত্যুঞ্জয় সিংহকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বাংলানিউজকে বলেন, ছুরি মেরে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আহত মৃত্যুঞ্জয়ের ছেলে অভিজিৎ সিংহ জানান, বুধবার দুপুরের দিকে অজ্ঞাত এক ব্যক্তি আমাদের জুয়েলারি দোকানে ঢুকে বাবার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় পাশের দোকানে থাকা লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেন তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

তিনি আরও বলেন, একজন ছুরিকাঘাত করে দ্রুত দোকান থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে থাকা একজনের মোটরসাইকেলে উঠে দ্রুত পালিয়ে যায়। তবে দোকান থেকে কোনো অলঙ্কার খোয়া গেছে কিনা তা বলা যাচ্ছে না। ধারণা করছি শত্রুতার জেরে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
ইউজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।