ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, নভেম্বর ২৪, ২০২১
গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম মিয়া (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৪ নভেম্বর) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলার যশরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান তারিকুল ইসলাম রিয়েল।

 

ইব্রাহিম ওই ইউনিয়নের খোদবক্সপুর গ্রামের মো. জনাব আলীর ছেলে।

ইউপি চেয়াম্যান তারিকুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশের ধানক্ষেতে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইব্রাহিম। তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।