ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

বসুন্ধরা চেয়ারম্যানের সঙ্গে নর্থ-সাউথ সোসাইটি চেয়ারম্যানের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৬, নভেম্বর ১৫, ২০২১
বসুন্ধরা চেয়ারম্যানের সঙ্গে নর্থ-সাউথ সোসাইটি চেয়ারম্যানের সাক্ষাৎ

ঢাকা: বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নর্থ-সাউথ সোসাইটির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

রোববার (১৪ নভেম্বর) বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

  

সাক্ষাতকালে তারা নবনির্মিতব্য বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স এবং ওয়াটার পার্ক ঘিরে পরিকল্পিত ও আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা সংবলিত একটি আবাসিক এলাকা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।  

সেখানে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল হামিদ, প্রফেসর ড. এ.এন.এম. মেসকাত উদ্দিন, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. সিরাজুল ইসলাম, মাহবুবুল কবির ও তাহিরা বিরজিস।  

এ সময় বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান তুহিন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মো. মামুনুর রশিদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এমআইএইচ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।