ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

অন্তর্ভুক্তিমূলক লক্ষ্য অর্জন ও টেকসই উন্নয়নের মূলধন গঠনে সভা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৫, জুলাই ২৫, ২০২৫
অন্তর্ভুক্তিমূলক লক্ষ্য অর্জন ও টেকসই উন্নয়নের মূলধন গঠনে সভা অন্তর্ভুক্তিমূলক লক্ষ্য অর্জন ও টেকসই উন্নয়নের মূলধন গঠনে সভা

বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটিতে নারী ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র কৃষকদের সহায়তা এবং গ্রামীণ জনগোষ্ঠীর পরিবর্তনের অংশ হিসেবে অন্তর্ভুক্তিমূলক লক্ষ্য অর্জন ও টেকসই উন্নয়নের মূলধন গঠনের লক্ষ্যে অরেঞ্জ বন্ড ও এর শরীয়া সম্মত অংশীদার অরেঞ্জ সুকুক বন্ড চালু করার বিশেষ সুযোগ রয়েছে।  

অরেঞ্জ বন্ড এবং অরেঞ্জ সুকুক এর এই দ্বৈত পদ্ধতি বাংলাদেশকে এই উদ্ভাবনী আর্থিক প্রক্রিয়ায় সহায়তা করবে।


 
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অরেঞ্জ বন্ড: অন্তর্ভুক্তিমূলক স্থানীয় প্রবৃদ্ধি বাড়াতে বিশ্বব্যাপী মূলধন সংগ্রহ শীর্ষক এক সভায় এ তথ্য তুলে ধরা হয়।
 
এতে স্বাগত বক্তব্য দেন আইআইএক্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক দুরৃরীন শাহনাজ। আরও বক্তব্য দেন আইআইএক্স বাংলাদেশের পরিচালক দেবাশিস রায় এবং আইআইএক্স বাংলাদেশের বিশ্লেষক বাশার রহমান।  
 
বিশ্বব্যাপী বিনিয়োগে ভূমিকা রাখা ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) এই সভার আয়োজন করে।

এতে বাংলাদেশের উন্নয়নে অরেঞ্জ বন্ড এবং অরেঞ্জ সুকুক কীভাবে আরও লিঙ্গ-সমতা, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে তা তুলে ধরা হয়।
 
স্বাগত বক্তব্যে অধ্যাপক দুরৃরীন শাহনাজ বলেন, অর্থনৈতিক অগ্রগতি যদি ন্যায়বিচার, সামাজিক অন্তর্ভুক্তি বা জলবায়ু কর্মের সঙ্গে সংযুক্ত না হয়, তাহলে তা টেকসই হয় না। আর এখানেই অরেঞ্জ বন্ড এর ভূমিকা। এর মূল লক্ষ্য- বাংলাদেশের অর্থনীতির ভিত্তিতে সমতা, অন্তর্ভুক্তি ও জলবায়ু সহনশীলতা তৈরি করা। এই কারণেই আইডিসিএল–এর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। বাংলাদেশে প্রথম অরেঞ্জ বন্ড সিরিজ গঠনের জন্য ইতোমধ্যে একটি ১ বিলিয়ন মার্কিন ডলারের প্রোগ্রাম চালু করার কাজ চলছে, যা আগামী কয়েক বছরে বাস্তবায়িত হবে।
 
অনুষ্ঠানে জানানো হয়, বেসরকারি খাতে অংশীদারত্ব জোরদার করতে আইআইএক্স এখন সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যে অরেঞ্জ বন্ড এবং অরেঞ্জ সুকুক ইস্যুর লক্ষ্যে প্রতিষ্ঠানটি ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক এবং প্রাণ আরএফএল গ্রুপের সঙ্গে একটি লেটার অব ইন্টেন্ট সই করেছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে।
  
অনুষ্ঠানে এমএসএমই এর গুরুত্ব তুলে ধরে বলা হয়, ক্ষুদ্র ব্যবসা এবং প্রকল্পগুলিতে নারী-নেতৃত্বাধীন এমএসএমই দেশের জিডিপিতে তে প্রায় ২৭ শতাংশ অবদান রাখে। যা দেশের অন্তর্ভুক্তিমূলক রূপান্তর নিশ্চিত করার পাশাপাশি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, জেন্ডার সমতায় মূলধন গঠন এবং বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
 
অনুষ্ঠানে জানানো হয়, ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান পিটি পারমোডালান ন্যাশনাল মাদানী (পিএনএম) কর্তৃক দেশটিতে ১৬ ট্রিলিয়ন আইডিআর (প্রায় ৯৮০ মিলিয়ন মার্কিন ডলার) অরেঞ্জ বন্ড এবং অরেঞ্জ সুকুক চালু করেছে। এটি ইন্দোনেশিয়ায় নারী-নেতৃত্বাধীন এমএসএমইগুলিকে অর্থায়ন এবং ক্ষমতায়ন করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।
 
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।