ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে আগুনে পুড়লো ৪ বসতঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, নভেম্বর ১৪, ২০২১
কেরানীগঞ্জে আগুনে পুড়লো ৪ বসতঘর

কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের গোয়ালখালী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

আগুনে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ও কেরানীগঞ্জ ফায়ারসার্ভিসের দু'টি ইউনিটের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

বাড়ীর মালিক পরশ জানান, শনিবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে আমার ঘরে, পরে  একে একে পাশের আরও তিনটি ঘরে আগুন লেগে সব পুড়ে যায়। আগুনের প্রখরতার কারণে ঘর থেকে কিছুই বের করা যায়নি।

এব্যাপারে কেরানীগঞ্জ ফায়ারসার্ভিসের ষ্টেশন ম্যানেজার ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পাড়ায় ক্ষতিকর পরিমাণ কমানো গেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।