ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

৭৯ লাখ টাকার ইয়াবাসহ ২ ভাই আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, অক্টোবর ২৮, ২০২১
৭৯ লাখ টাকার ইয়াবাসহ ২ ভাই আটক ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবাসহ রফিক আলম (৩০) ও মনির আলম (২৫) নামে দুই ভাইকে আটক করেছে রেলওয়ে পুলিশ। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য ৭৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তাদের আটক করা হয়।

রফিক ও মনিরের বাড়ি কক্সবাজারের টেকনাফ এলাকায়।

জানা গেছে, আটকরা বেলা সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস নামে একটি ট্রেন থেকে বিমানবন্দর রেলস্টেশনে নামে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সেখানে অবস্থান নেয়। পরে তাদের তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।

বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।