ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

ফেনীতে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, অক্টোবর ২৪, ২০২১
ফেনীতে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

ফেনী: ফেনীর সোনাগাজীতে ট্রাক চাপায় সোহান কায়সার তিহাম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

তিহাম উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামের জলিল ভূঁইয়া বাড়ির একরামুল হকের ছেলে। সে সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে সোনাগাজী বাজারের প্রধান সড়কে সওদাগর হাটগামী একটি ট্রাক তিহামকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করলও চালক পালিয়ে গেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুর রহিম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এসএইচডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।