ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে জিএম গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, ফেব্রুয়ারি ১৬, ২০২১
গাজীপুরে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে জিএম গ্রেফতার

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার পিরোজালী এলাকায় সহকর্মীকে ধর্ষণের অভিযোগে নাজমুল হোসেন ওরফে পাভেল (৩৬) নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নাজমুল হোসেন পিরোজালী এলাকায় অবস্থিত একটি জুতা তৈরির কারখানার জেনারেল ম্যানেজার (জিএম)।

তিনি স্থানীয় ভাওয়াল মির্জাপুর এলাকায় বাসায় ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করেন। টাঙ্গাইলের নাগরপুর থানার জালাই এলাকার ফরহাদ হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ জানান, নাজমুল হোসেন বেতন বাড়ানো ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে এক নারী সহকর্মীকে বিভিন্ন সময়ে তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। সর্বশেষ গত ১০ জানুয়ারি ওই নারীকে ধর্ষণ করে বিষয়টি কাউকে জানাতে বারণ করেন। এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। পরে পুলিশ নাজমুল হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।