ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে গণ-উপদ্রবের অভিযোগে ৮ কিশোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, ফেব্রুয়ারি ৮, ২০২১
রাজধানীতে গণ-উপদ্রবের অভিযোগে ৮ কিশোর আটক রাজধানীতে গণ-উপদ্রবের অভিযোগে ৮ কিশোর আটক

ঢাকা: গণ-উপদ্রবের অভিযোগে রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে আট কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের তথ্য যাচাই-বাছাই করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয় পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুলিশ সদর দফতরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি মো. সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে ফরিদাবাদের গ্ল্যাস ফ্যাক্টরি একতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে শ্যামপুর থানা পুলিশ আট কিশোরকে আটক করেছে। গণ-উপদ্রবের অভিযোগে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী তাদের আটক করা হয়।

তিনি জানান, এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মুচলেকা রেখে শর্তসা‌পে‌ক্ষে আট কিশোরকে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

শ্যামপুর থানা পুলিশ ওই এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গণ-উপদ্রবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

এআইজি সোহেল আরও জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে একজন সচেতন নাগরিকের দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এসজেএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।