ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

তামাক নিয়ন্ত্রণের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী আইন সংশোধনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, ফেব্রুয়ারি ৪, ২০২১
তামাক নিয়ন্ত্রণের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী আইন সংশোধনের দাবি তামাক বিরোধী সংগঠনগুলোর মানববন্ধন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: তামাক নিয়ন্ত্রণের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী আইন সংশোধনের দাবি জানিয়েছে তামাক বিরোধী সংগঠনগুলো।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ তামাক বিরোধী জোট, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ।

মানববন্ধনে বক্তারা বলেন, কিছু স্বার্থন্বেষী মহল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তামাক কোম্পানিগুলোর পক্ষে কাজ করছে। এছাড়াও বিদ্যমান তামাক আইনের কিছু জায়গায় অস্পষ্টতা রয়েছে। যার কারণে আইনের কিছু কিছু জায়গায় তামাক কোম্পানিগুলো সুবিধা পেয়ে যাচ্ছে। তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শুধু তাই না, তামাক পরিবেশের জন্যও ক্ষতিকর। তামাকের কারণে আমাদের বিপুল পরিমাণ বনভূমি উজাড় হয়ে যাচ্ছে। পরিবেশ এবং স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এখন থেকেই তামাকমুক্ত নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- মাদকবিরোধী সংগঠন প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, ইপসার প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হায়দার, টিসিআরসির প্রোগ্রাম ম্যানেজার মহিউদ্দিন রাসেল, আইডাব্লিউবি প্রতিনিধি আনম মাসুম বিল্লাহ, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
ডিএন/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।