ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, ফেব্রুয়ারি ৪, ২০২১
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হুমায়ূন মিয়া (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

হুমায়ূন কসবা উপজেলার বিষ্ণকুটি এলাকার আব্দুল মালেকের ছেলে।

জেল সুপার ইকবাল হোসেন জানান, সকালে হুমায়ূন হৃদরোগে আক্রান্ত হন। জেলা কারাগারে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, গত ২৮ জানুয়ারি হুমায়ূনকে একটি মাদক মামলায় জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরিবিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, ওিই হাজতিকে হাসপাতালে আনার পর তাকে কার্ডিয়াক বিভাগে ভর্তি দেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।