ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

হাতিয়ায় ১৫৯ মেট্রিক টন চাল নিয়ে ট্রলার ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, ফেব্রুয়ারি ৪, ২০২১
হাতিয়ায় ১৫৯ মেট্রিক টন চাল নিয়ে ট্রলার ডুবি

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নের ক্যারিংচর সংলগ্ন মেঘনা নদীতে সরকারি ১৫৯ মেট্রিক টন চাল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে ট্রলারের মাঝিসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, হাতিয়ার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ১৫৯ মেট্রিক টন সরকারি চাল নিয়ে আল্লাহর দান নামে একটি ট্রলার তমরুদ্দি যচ্ছিল। ট্রলারটি ক্যারিংচর এলাকায় এলে মেঘনা নদীর প্রবল স্রোতে ডুবে যায়। ট্রলারটিতে মাঝি মাল্লা ছাড়া কোনো যাত্রী ছিল না। পাশের একটি ট্রলার তাদের উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত জানান, ডুবে যাওয়া ট্রলার ও এতে থাকা মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।