ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দৃষ্টিপ্রতিবন্ধীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, ফেব্রুয়ারি ৩, ২০২১
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দৃষ্টিপ্রতিবন্ধীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পরনে কালো থ্রি-কোয়াটার প্যান্ট ও জ্যাকেট রয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ্ আলম বাংলানিউজকে জানান, দুপুরে নরসিংদীগামী একটি ট্রেন আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করছিল। এসময় দৃষ্টিপ্রতিবন্ধী ওই বৃদ্ধ ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি আড়িখোলা রেলস্টেশনে ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান এএসআই শাহ্ আলম।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।