ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

আমরা সু চির মুক্তির দাবি জানাইনি: পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, ফেব্রুয়ারি ৩, ২০২১
আমরা সু চির মুক্তির দাবি জানাইনি: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে অনেক দেশ শুধু ‘লিপ সার্ভিস’ দিয়েছে, তবে তারা ঠিকই মিয়ানমারের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিশ্বের প্রতিটি দেশকে আমরা অ্যাপ্রোচ করেছি, জাতিসংঘ ও আইসিজেতে গিয়েছি। তবে অনেক দেশই শুধু লিপ সার্ভিস দিয়ে গেছে। তারা রোহিঙ্গাদের গণহত্যার কথা বলেছে, জাতিগত নিধনের কথা বলেছে। আবার তারাই মিয়ানমারের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আমরা মিয়ানমারের নেত্রী অং সান সু চির মুক্তির দাবি জানাইনি। এখানকার রোহিঙ্গারাও তার মুক্তি দাবি করেননি। তবে রোহিঙ্গারা হয়তো দাবি করবেন, তাকে কুতুপালং ক্যাম্পে পাঠানো হোক।

তিনি বলেন, আমরা সু চির মুক্তির দাবি না করলেও আমরা চেয়েছি মিয়ানমারে গণতন্ত্র ও সংবিধান সমুন্নত থাকুক।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।