ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বাড়ির আঙিনা পরিষ্কারের কথা বলে ভাবিকে ধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, ফেব্রুয়ারি ৩, ২০২১
বাড়ির আঙিনা পরিষ্কারের কথা বলে ভাবিকে ধর্ষণ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির আঙিনা পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।  

বুধবার (০৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।

 

এর আগে সোমবার (০১ ফেব্রুয়ারি) উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সোমবার উপজেলার বালিয়াপাড়া গ্রামের নাঈমের (৪০) বাড়িতে কেউ না থাকার সুবাধে বাড়ির আঙিনা পরিষ্কারের কথা বলে চাচাতো ভাবিবে ডেকে আনেন। এরপর ভাবির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। ঘটনার পর লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী বিষয়টি গোপন করেন এবং পরে স্বামীকে জানান। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে প্রথমে আড়াইহাজার হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, আসামি নাঈমকে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযুক্ত নাঈম বালিয়াপাড়া গ্রামের মৃত সিদ্দিক বেপারীর ছেলে।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।