ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

মডেলিংয়ের জন্য ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, ফেব্রুয়ারি ৩, ২০২১
মডেলিংয়ের জন্য ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ৫

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের হাতিমারা এলাকায় এক তরুণীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার আজিজুল খানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৩), একই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. সুমন মিয়া (২৭), মোতালেব তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩৫), কোরান সরদারের ছেলে জহির উদ্দিন (৩২) ও বকুল মিয়ার ছেলে সাহাবুল ওরফে আইজুল (৩৭)।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারদের গাজীপুর আদালত পাঠানো হয়। এর পর আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বাংলানিউজকে জানান, ৩১ জানুয়ারি রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে সারদাগঞ্জ এলাকায় ডেকে নেয় ওই তরুণীকে। পরে তারা ওই তরুণীকে একটি ঘরে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই তরুণী কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এরপর মঙ্গলবার রাতেই এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।