ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে কাঁচামাল ব্যবসায়ী নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, নভেম্বর ২২, ২০২০
বরিশালে কাঁচামাল ব্যবসায়ী নিখোঁজ মিন্টু চন্দ্র শীল

বরিশাল: বরিশালে মিন্টু চন্দ্র শীল (৩৫) নামে এক যুবকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।  

তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী এবং নগরীর কাউনিয়া থানাধীন ভাটিখানা আবগারী এলাকার জিতেন্দ্র নাথ শীলের ছেলে।

নিখোঁজের ঘটনায় মিন্টু চন্দ্র শীলের মা অঞ্জলী রানী শীল কাউনিয়া থানায় শনিবার দিবাগত রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, ২০ নভেম্বর রাত ৯টার দিকে চুল কাটানোর কথা বলে মিন্টু বাসা থেকে বের হন। পরবর্তীতে রাতে বাসায় ফিরে না এলে তার মোবাইলে কল করে তা বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয় স্বজনের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।  

সাধারণ ডায়েরি নিখোঁজ মিন্টুর মা অঞ্জলী রানী আরো উল্লেখ করেন, নিখোঁজ মিন্টু চন্দ্রের শরীরের রঙ কালো, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। নিখোঁজের হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুল হাতা ছাপা শার্ট।

বরিশাল কাউনিয়া থানার ওসি আজিমুল করিম বলেন, নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।