ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে প্রধান শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, নভেম্বর ২০, ২০২০
বরিশালে প্রধান শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ব‌রিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জয়নাল আবেদীন নামে এক প্রধান শিক্ষকের নিজ বসতঘরের সামনে রাখা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার খন্তাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী জয়নাল আবেদীন উপজেলার পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে তিনি ঘুমাতে যান। ভোরের দিকে হঠাৎ তার ঘুম ভা‌ঙলে তিনি দেখতে পান বাহিরে আগুন জ্বলছে। এ সময় তিনি চিৎকার শুরু করলে তার পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই তিনি দেখতে পান ঘরের বারান্দাতে রাখা তার শখের মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। কে বা কারা এ অগ্নি সংযোগ করেছে তা তিনি জানান না।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।