ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলাদেশে জর্ডান দূতাবাস খোলার অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, নভেম্বর ২০, ২০২০
বাংলাদেশে জর্ডান দূতাবাস খোলার অনুরোধ ...

ঢাকা: বাংলাদেশে জর্ডান দূতাবাস খোলার জন্য অনুরোধ করেছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান।  

জর্ডানে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব ড. ইউসেফ বাতাইনের সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ করেন।

 

শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে তারা জর্ডানে দ্বিপাক্ষিক ফরেন অফিস কন্সাল্টেশন (এফওসি) আহ্বান, পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ, কর্মসংস্থানসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠকের ব্যবস্থা করার অনুরোধ করেন। এসময় তিনি বাংলাদেশে জর্ডানের একটি দূতাবাস খোলার জন্য অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।