ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে দুই শতাধিক গাছ কাটলো দুবৃর্ত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, নভেম্বর ২০, ২০২০
নারায়ণগঞ্জে দুই শতাধিক গাছ কাটলো দুবৃর্ত্তরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই শতাধিক গাছ কেটে ফেলছে দুবৃর্ত্তরা।

এ বিষয়ে শুক্রবার (২০ নভেম্বর) আড়াইহাজার থানায় অভিযোগ জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী গ্রামে এই ঘটনা ঘটে।

বাগানের মালিক ইউসুফ আহমেদ জানান, ইজারকান্দী ফার্ম এলাকায় তার নিজের ১২ বিঘা জমিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপন করা হয়েছিল। গাছগুলোর বর্তমান বয়স দেড় বছর। ঘটনার দিন রাতে কে বা কারা গাছগুলো কেটে ফেলে।

তিনি জানান, ফলজ গাছের মধ্যে লিচু, পেয়ারা, পেঁপে, নারিকেল ও কমলালেবুর গাছ রয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।