ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

পাবনায় ফেনসিডিলসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, নভেম্বর ১০, ২০২০
পাবনায় ফেনসিডিলসহ ২ বিক্রেতা আটক আটক দুইজন

পাবনা: পাবনা সদর উপজেলার মজিদপুর এলাকা থেকে ১৩৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আমিনুল কবীর তরফদার এ তথ্য জানান।

 

আটক দু’জন হলেন- মজিদপুর এলাকার মাদকবিক্রেতা সোনা মিয়ার ছেলে আকতার হোসেন (৪৫) ও একই এলাকার মোজাহার শেখের ছেলে মাসুদ রানা (৩৭)।

এএসপি মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মজিদপুর এলাকা থেকে আকতার ও মাসুদকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সকালেই থানা থেকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।