ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, আগস্ট ৫, ২০২৫
মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী নানা কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজন চলছে।

এ উপলক্ষে সকাল থেকেই অ্যাভিনিউয়ের উভয়পথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমাবেশস্থলে ভিড় জমাতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়োজকদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও লক্ষ করা গেছে।

যান চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগ বেশ কয়েকটি পয়েন্টে ডাইভারশনের ব্যবস্থা করেছে।

খামারবাড়ি মোড়: ফার্মগেট থেকে মানিক মিয়া হয়ে মিরপুর রোডগামী যানবাহনকে আগারগাঁওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আগারগাঁও: এখান থেকে ফার্মগেটমুখী যানবাহনও বিকল্প রুটে চালিত হচ্ছে।

আড়ং মোড়: শ্যামলী ও মোহাম্মদপুর থেকে আসা যানবাহন শুক্রাবাদের দিকে পাঠানো হচ্ছে। রাপা প্লাজা: এ মোড় থেকে অনেক যানবাহন ইউটার্ন নিয়ে ধানমন্ডি বা শ্যামলীর দিকে চলে যাচ্ছে।

সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠান চলাকালীন পর্যন্ত এসব এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। নগরবাসীকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

জানা গেছে, অনুষ্ঠান শেষ হলে ধাপে ধাপে যান চলাচল স্বাভাবিক করা হবে।
 
এমএমআই/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।