রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. কামাল ওরফে বাবুল আকন্দ (৩৭) ও মো. সাজিম (৩১)।
মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচর থানার কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে কামাল ও সাজিমকে গ্রেপ্তার করা হয়।
কামরাঙ্গীরচর থানার বরাত দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান জানান, থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কামরাঙ্গীরচর থানার কলেজ রোড এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে কামাল ওরফে বাবুল আকন্দ ও সাজিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি .৩২ বোরের রিভলভার, দুই রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তিনি জানান, রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এসসি/আরবি