রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দিনব্যাপী উৎসব ও সাংস্কৃতিক আয়োজন চলছে। এ আয়োজনের অংশ হিসেবে বিকেল ৫টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়। সকাল থেকেই থেমে থেমে গুঁড়িগুঁড়ি ও মাঝারি ধরনের বৃষ্টির কারণে ভিজে যান অনেকে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দুপুর ১টার পূর্বাভাসে জানানো হয়, রাজধানী ও আশপাশের এলাকায় ছয় ঘণ্টা ধরে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।
এদিকে অনুষ্ঠানস্থলে এখনই ভিড় জমাতে শুরু করেছেন হাজারো মানুষ। তবে আশঙ্কা রয়ে গেছে—বিকেলের মূল আয়োজনে বৃষ্টি শুরু হলে অংশগ্রহণকারীদের খোলা আকাশের নিচে ভিজে অংশ নিতে হতে পারে। কারণ আয়োজকরা মঞ্চ ও আশপাশে বৃষ্টি প্রতিরোধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা রাখেননি। খোলা আকাশের নিচে নির্মিত মঞ্চটি বৃষ্টির সময় ভোগান্তির কারণ হয়ে উঠতে পারে।
এমএমআই/আরবি