ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

বেনাপোলে জাল টাকাসহ নারী আটক

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৩, নভেম্বর ১০, ২০২০
বেনাপোলে জাল টাকাসহ নারী আটক

বেনাপোল (যশোর): শার্শা উপজেলার বেনাপোল বাজার থেকে এক হাজার টাকার চারটি নোটসহ লিপি খাতুন (৩৪) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সড়ে ৯টার সময় বেনাপোল বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নারী বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল বাজার এক নারী জাল টাকা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারে অভিযান চালিয়ে লিপি খাতুন নামে এক নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার টাকার চারটি জাল নোট উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটককৃত আসামিকে মামলা দিয়ে আগামীকাল  সকালে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।