ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

 পিরোজপুরে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, অক্টোবর ৩০, ২০২০
 পিরোজপুরে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস জাল পুড়িয়ে ফেলা হচ্ছে। ছবি: বাংলানিউজ

পিরোজপুর: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে পিরোজপুরের কঁচা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।

অভিযানে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান অংশ নেন।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারীসহ অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পিরোজপুর সদর ও কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, চলমান নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরছিল জেলেরা। এসময় সেখানে অভিযান চালালে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। পরে উদ্ধারকৃত জালগুলো পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা ফেরিঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।