ঢাকা: রাজধানীর বনানীর ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা লাউঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি (৩১) খুন হয়েছেন। এ ঘটনায় প্রধান দুই আসামি মাকসুদুর রহমান হামজা (২৬) ও মুন্নাকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৬ আগস্ট) উত্তরা র্যাব-১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, গত ১৪ আগস্ট ভোরে রাব্বি তার বন্ধু নুরুল ইসলাম খোকনকে সঙ্গে নিয়ে বনানীর ওই সিসা লাউঞ্জে যান। ভোর ৫টা ২৮ মিনিটের দিকে সিঁড়ি দিয়ে নামার সময় মুন্না ও হামজা তার পথরোধ করেন। কথাকাটাকাটির এক পর্যায়ে মুন্না তার পাঞ্জাবির পকেট থেকে ধারালো চাকু বের করে রাব্বিকে উপর্যুপরি আঘাত করেন। এ সময় হামজা লাঠি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, ঘটনার পর তারা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করে। এরপর ১৫ আগস্ট কুমিল্লার বরুড়া থেকে হামজাকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর থেকে হত্যায় ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে বনানীর ওই সিসা লাউঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে রাব্বির সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল। ঘটনার দিন রাত ১টার দিকে রাব্বি মুন্নাকে লাউঞ্জ থেকে বেরিয়ে যেতে বলায় পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
অবৈধ সিসা বারের বিষয়ে র্যাব-১ এর অধিনায়ক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অবৈধ সিসা লাউঞ্জগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে।
এমএমআই/আরআইএস