ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, আগস্ট ১৬, ২০২৫
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ঢাকার ম্যাপ

রাজধানীর শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।

 

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, সকালে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কোন যানবাহনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।