ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে পোড়ানো হলো সোয়া ২ লাখ মিটার কারেন্ট জাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, অক্টোবর ২৭, ২০২০
রাজশাহীতে পোড়ানো হলো সোয়া ২ লাখ মিটার কারেন্ট জাল

রাজশাহী: রাজশাহীর পদ্মানদী থেকে সোয়া দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথভাবে পদ্মানদীতে এ অভিযান চালায়।

নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন বাংলানিউজকে বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজশাহীর পবা উপজেলার পদ্মানদীর বাবলা বোনা এলাকায় অভিযান চালানো হয়। এসময় জেলেরা জাল ফেলে পালিয়ে গেলে জালগুলো জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এসব জালে এক কেজি জাটকা ইলিশ পাওয়া যায়। রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন পদ্মানদীর পাড়ে এনে জব্দ করা ২ লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসায় দেওয়া হয়েছে।

অভিযানে নৌ-পুলিশের পরিদর্শক মেহেদী মাসুদ, পবা উপজেলা মৎস্য অফিসের সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, ক্ষেত্র সহকারী তারিকুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ