ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

মহেশপুরে সীমান্ত অতিক্রমকালে বিজিবির হাতে মা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, অক্টোবর ২৭, ২০২০
মহেশপুরে সীমান্ত অতিক্রমকালে বিজিবির হাতে মা-ছেলে আটক আটক মা ও ছেলে। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় মা ও ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে তাদের আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান খান।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার সলেমানপুর এলাকা থেকে আটক করা হয়।

আটকরা হলেন, কুষ্টিয়ার ইসলামি বিশ্বদ্যিালয় (ইবি) থানার হাতিয়া গ্রামের মৃত অমর চন্দ্র পালের স্ত্রী কল্পনা রানী পাল (৫৫) ও তার ছেলে নরেন পাল (২৬)।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান খান বাংলানিউজকে জানান, বিজিবির খোসালপুর ক্যাম্পের টহলরত সদস্যরা সোলেমানপুর এলাকার মাঠ থেকে ওই দুই জনকে আটক করেন। তারা কোন বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে যেতে চেয়েছিলেন। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মহেশপুর থানায়  মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ