ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

খুবিতে ১০ তলা ‘জয় বাংলা ভবন’ নির্মাণের চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, অক্টোবর ২৭, ২০২০
খুবিতে ১০ তলা ‘জয় বাংলা ভবন’ নির্মাণের চুক্তি

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চতুর্থ একাডেমিক ভবন ‘জয় বাংলা ভবন’ নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।

অপর দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান অ্যান্ড সন্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিপত্র হস্তান্তরকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কাজের গুণগতমান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করার আহ্বান জানান। এই ভবনের নামকরণ করা হয়েছে ‘জয় বাংলা ভবন’।

চতুর্থ এই একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জায়গার অভাব বহুলাংশে পূরণ হবে এবং নতুন ডিসিপ্লিনও খোলার সুযোগ হবে। দশ তলা এই চতুর্থ একাডেমিক ভবন নির্মাণ ব্যয় চুক্তি মূল্যে ৬২ কোটি ৭৮ লাখ টাকা। ৩৬ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) শেখ মোস্তাক আলী, উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এরআরএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ