ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, অক্টোবর ২৭, ২০২০
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী: দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের লেনাসিয়া শহরে গুলি করে মো. আরিফ (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।   

সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টার দিকে লেনাসিয়া শহরের এক্সটেনশন ১৩ বিসমিল্লাহ সুপার শপ নামে একটি দোকানে ডাকাতির সময় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়।

নিহত আরিফ নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা গ্রামের মিন্নাত আলী ভুঁঞা বাড়ির ছেলে।

নিহত আরিফের পরিচিত দক্ষিণ আফ্রিকা প্রবাসী মাইন উদ্দিন রুবেল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ